যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঞ্চলের ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিএনএনের খবরে বলা হয়, যুদ্ধবিমানটিতে ১০ জন আরোহী ও তিনজন কেবিন ত্রু ছিলেন। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ওই যুদ্ধবিমানের বাইরে (বিমানবন্দরে) ছিলেন।

কানেক্টিকাটের জরুরি দুর্যোগ বিষয়ক কর্মকর্তা জেমস রোভেলা বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন হতাহত হয়েছেন সেটি এখনই বলা যাচ্ছে না।

আইএনবি/বিভূঁইয়া