‘মায়া—দ্য লস্ট মাদার’ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে স্ব‘মায়া—দ্য লস্ট মাদার’ ছবিটি নির্মাণের জন্য অনুদান পেয়েছিল সরকারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে সেটি শেষ করতে নানা কারণে সময় লাগে টানা তিন বছর। কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া—দ্য লস্ট মাদার’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কবি মাসুদ পথিক।

নতুন ছবি মুক্তির বিষয়ে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘এই সিনেমায় নতুন বাংলা, বাংলা মাকে পাবেন, এটা আমার বিশ্বাস। ছবিটি তৈরি করতে গিয়ে গত তিন বছরে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে আমাদের। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত, ডিসেম্বরেই এটি মুক্তি দিচ্ছি। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে ছবিটির নিজস্ব পেজ থেকে। আশা করছি, নিরাশ হবেন না দর্শক সমালোচকরা।’

আইএনবি/বিভূঁইয়া