মামলার আলামত সংগ্রহকালে পুলিশের ওপর হামলা, আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মামলার আলামত সংগ্রহকালে পুলিশের হামলা করেছে সন্ত্রাসীরা। এই সময় সন্ত্রাসীদের হামলায় দুইজন এসআইসহ ৫ জন আহত হয়। পুলিশের পিক-আপ ভাংচুর করেন সন্ত্রাসীরা।

গত সোমবার রাত ১১ টার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের জানিপথর বাজারের বক্কর মিয়া মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন স্থানীয় চিকদাইর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের, থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ খোরশেদ আলম, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, রাসেল দে, শাহরিয়ার রশিদ। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

৩ ডিসেম্বর (মঙ্গলবার) সরকারী কর্তব্য কাজে বাঁধা প্রদানসহ সরকারী কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আঘাত এবং ব্যবহৃত যানবাহন ভাংচুর করার অভিযোগে এই ঘটনায় আক্রান্ত পুলিশের উপপরিদর্শক আবদুল কাদের বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন মো. ফোরকান(২৬), মো. তাসফি(২১), মো. নুরুল হোসেন প্র: হোসেন(৩৫), মো. রুবেল (২২), মো. নুর ইসলাম(২৮), মো. হেলাল (২৪), মো. সাইফুল(৩২), মোঃ জামাল(৪৫),মো. ফাহিম(২২), মো. লোকমান (৫০), আব্দুল মান্নান (৫২) সহ অজ্ঞাত ২০/২৫ জন। এরা সকলেই হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, একটি মামলার আলামত উদ্ধার করতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসী ফোরকানের নেতৃত্ব পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। একইসাথে পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে তারা। আহতদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। এ হামলার ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা যায় হামলায় নেতৃত্ব দেওয়া ফোরকান, তাসফিসহ অন্যান্য আসামীরা বিএনপি স্থানীয় রাজনৈতিক কর্মী।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল দৈনিক ইত্তেফাককে বলেন, এই ঘটনায় মামলার রেকর্ড হয়েছে। প্রকৃত আসামীদের ধরতে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া