মধ্যরাতে চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুন

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। টিনসেটের ওই আগুন মুহূর্তের মধ্যে এক এক করে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা একপর্যায়ে ভয়াবহ রূপ নেয়।

মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে মিষ্টির দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকানসহ অন্তত এক শ ব্যবসা প্রতিষ্ঠান। নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ী ও স্থানীয়দের চিৎকারে ভারী হয়ে উঠে মাধাইয়া বাজারের আশপাশের এলাকা।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত এক শ দোকানেরও বেশি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস আগুন নেভানো পর্যন্ত আরো কতগুলো দোকান পুড়ে সেটাই দেখার বিষয়। আর কি পরিমাণ ক্ষতি হয়েছে আগুন নেভানোর আগ পর্যন্ত সেটা ধারণা করা যাবে না।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৬টি ইউনিট এক সঙ্গে কাজ করছে। আগুনের সূত্রপাত এখনই বলা যাচ্ছে না।

আইএনবি/বিভূঁইয়া