কোভিড ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পূরণে জাতিসংঘের সাথে কাজ করবে কোভ্যাক্স। জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের ৪০ ভাগ জনসংখ্যাকে, এবং ২০২২ সালের জুলাই মাসের আগে ৭০ ভাগ জনসংখ্যাকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা তাদের। লক্ষ্য পূরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ’’ স্ট্রাটেজি টু এচিভ গ্লোভাল কোভিড-১৯ ভ্যাকসিনেশন বাই মিড-২০২২’’ নামে তাদের নতুন কর্মসূচি শুরু করেছে।
কর্মসূচির অধীনে দুই শ্রেণীর মানুষকে মহামারি মোকাবিলায় সাহায্য করা হবে। প্রথমত দরিদ্র দেশের জনগোষ্ঠী যারা ক্রমাগতভাবে করোনার ঝুঁকির মাঝে জীবন যাপন করছে অপর দিকে উন্নত বিশ্ব, যারা টিকা পাওয়ায় মহামারি রোধে ব্যাপক প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে।