৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে ফের আন্দোলনে নেমেছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। ৫০ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবি মেনে না নেওয়া পর্যন্ত চিকিৎসকরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা।
এসময় চিকিৎসকরা ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘অনুগ্রহ নয় অধিকার চাই, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চাই’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
চিকিৎসকরা বলেন, দাবিগুলো জানানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম। আমাদেরকে প্রধানমন্ত্রী অফিস থেকে আশ্বাসও দেওয়া হয়েছিলো। সেই আশ্বাসে আমরা শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আমরা আবারও কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
এনএ/জেডইউ