আইএনবি নিউজ: বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন ।
প্রধানমন্ত্রী বলেন, বীমা কোম্পানিগুলোর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বীমা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা কম। এই খাতে উৎসাহ বাড়াতে কাজ করছে সরকার। বীমার কার্যক্রম ডিজিটার পদ্ধতি করলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। বীমার প্রতি গ্রাহকের আস্থা আরও বাড়বে।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশে বিমা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কম। মানুষের মধ্যে বিমার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিমার গুরুত্ব বোঝাতে হবে। স্বাধীনতার পর দেখেছি, পাটের গুদামে আগুন লাগতো, আর ইন্স্যুরেন্স কোম্পানির টাকা হাতিয়ে নেওয়া হতো। গার্মেন্টেসে আগুন লাগানো হতো ইন্স্যুরেন্সের টাকা খাওয়ার জন্য। পরে আমি গোয়েন্দা সদস্যদের লাগিয়ে দিয়ে দেখলাম, কিছু কিছু মানুষ ধরাও পড়লো। এ জন্য বিমা কোম্পানিতে সৎ লোক নিয়োগ দিতে হবে। যেন বিমার টাকা প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পান।
তিনি বলেন, প্রত্যেকের ইন্স্যুরেন্স করা থাকলে সুবিধা হয়। বিমা করলে মানুষ যে সুবিধাগুলো পাবে, তা প্রচার করতে হবে। লেখাপড়া করা শিশুদের জন্য শিক্ষা বিমা করা যেতে পারে। বঙ্গবন্ধু শিক্ষা বিমাকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বিবেচনায় রেখেছি।চ্যানেল২৪ ও বাংলা ট্রিবিউন
আইএনবি/বিভূঁইয়া