আইএনবি ডেস্ক: প্রথমবারের মত ১ মার্চ সারা দেশে পালিত হবে জাতীয় ‘বিমা দিবস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্বোধন করার কথা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন বলে এই দিনটিতে জাতীয় বিমা দিবস উপলক্ষে উদযাপন করা হবে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমা কোম্পানিতে জাতির পিতার যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ১ মার্চকে ‘জাতীয় বিমা দিবস’ ঘোষণা করা হয়েছে। দেশের বিমার খাতের বিস্তারের ও বিমা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
বিমা দিবসটি উদযাপনের লক্ষে চলতি ২০১৯-২০ অর্থবছরে দেড় কোটি টাকার বরাদ্দও দেয়ার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দিবসটি বাস্তবায়নের লক্ষ্যে এই মধ্যে ১৯টি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
আইএনবি/বিভূঁইয়া