আইএনবি নিউজ: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস দলটি ছেড়েছেন । মঙ্গলবার তিনি পার্টির কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।
এ বিষয়ে বিমল বিশ্বাস বলেন, আমি পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে সরে যাওয়ার একটি চিঠি পাঠিয়েছি। পরে আমি দলের সভাপতি রাশেদ খান মেননকে বিষয়টি ফোনে জানিয়েছি। একটি মার্কসবাদ, লেনিনবাদভিত্তিক কমিউনিস্ট আদর্শ থেকে অধঃপতিত নেতৃত্বের অধীনে কেউ পার্টি করতে পারে বলে আমি মনে করি না। ওয়ার্কার্স পার্টি এই আদর্শের অধিকার হারিয়েছে। এ কারণে পার্টি ছেড়েছি।
আগামী ০২ নভেম্বরর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস শুরু হচ্ছে। এই কংগ্রেসের আগেই পার্টির মধ্যে মতাদর্শভিত্তিক নানা দ্বন্ধ¦ তৈরি হয়েছে। এরই বহিঃপ্রকাশ হিসেবে বিমল বিশ্বাসের এই প্রত্যাহারপত্র।
বিমল বিশ্বাস তার সদস্য পদ প্রত্যাহারপত্রে উল্লেখ করেছেন, বর্তমানে ওয়ার্কার্স পার্টির ম‚ল নেতৃত্ব মার্কসবাদ-লেনিনবাদের কথা বলে, কিন্তু কাজ করে আদর্শের বিরুদ্ধে। কৌশলের নামে নীতিকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত যে ঐক্য তাকে কাজে লাগানো হয়েছে এমপি ও মন্ত্রী হওয়ার জন্য।
আইএনবি/বিভূঁইয়া