বিদ্রোহী কাউন্সিলররা ছাড় পাচ্ছেন!

আইএনবি নিউজ: সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে সমর্থন দিলেও অধিকাংশ ওয়ার্ডে এখনো রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। দল থেকে বার বার বলার পরেও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এবার বিদ্রোহী প্রার্থীরা ছাড় পাচ্ছেন নিজের জনপ্রিয়তা যাচাই করার এমনটাই ইঙ্গিত দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়কারী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, “আমাদের সকলের মূল লক্ষ্য একটা সেটা হলো মেয়র। কাউন্সিলররা তাদের মতো নির্বাচন করবে।”

সোমবার (৬ জানুয়ারি) মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচন সমন্বয় অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য মেয়র। কাউন্সিলরদের মধ্যে যাদের সমর্থন দিয়েছি তারা আমাদের প্রার্থী। যারা বিদ্রোহী প্রার্থী তাদের অনুরোধ করছি, চেষ্টা করছি বসিয়ে দেওয়ার। আমাদের সকলের মূল লক্ষ্য একটাই, সেটা হলো মেয়র প্রার্থী। কাজেই আমরা মেয়রকে নিয়েই ব্যস্ত থাকব, আর কাউন্সিলররা তাদের মতো নির্বাচন করবে। কাউন্সিলররাও মেয়ররে পক্ষে কাজ করবেন এবং নিজের জন্য কাজ করবেন। কাজেই এনিয়ে আমাদের কোনো সমস্যা হবে না।

আইএনবি/বিভূঁইয়া