বিএনপি হচ্ছে পথহারা পথিকের মতো:ওবায়দুল কাদের

আইএনবি নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভোলায় সাংবাদিকদের বলে, বিএনপি হচ্ছে পথহারা পথিকের মতো তাদের আন্দোলনে কেউ সারা দেয় না।

চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে কাদের বলেন, যতদিন না পর্যন্ত আমাদের টার্গেট অ্যাচিভ হবে এবং দুর্নীতি, সন্ত্রাস, মাদক নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে। অভিযানে শুধু চুনোপুটি নয়, রাঘব-বোয়ালদেরও ধরা হবে।

অভিযানে শিথিলতা নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‌সবাই নজরদারিতে আছে। ব্যবস্থা নেওয়া হবে সময়মতো। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
যমুনা টিভি

আইএনবি/বিভূঁইয়া