বিএনপি নালিশি পার্টিতে উপনীত হয়েছে:ওবায়দুল কাদের

আইএনবি নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আইনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে কোন আপত্তি নেই।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মৎসজীবী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আদালতের উপর চাপ প্রয়োগ করতে আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা হামলা, গাড়ি ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এ সময় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন করলে রাজনৈতিকভাবে মোকাবেলার কথাও জানান তিনি।

তিনি আরো বলেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিভিন্ন জায়গায় নালিশ দিচ্ছে। তারা এখন নালিশি পার্টিতে উপনীত হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া