আইএনবি নিউজ:চালের আড়তদাররা জানিয়েছেন এই সময়ে চালের দাম বাড়ার কোনও কারণ নেই। কিন্তু খুচরা ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় চালের দাম বাড়ছে। আর ক্রেতারা বলেছেন, কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এখন চালের দাম বাড়ছে। তবে এটিকে কৃষকের জন্য ভালো সংবাদ বলে মনে করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, চালের দাম বাড়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। এতে কৃষকরা উৎসাহিত হন।
রাজধানীর বিভিন্ন চালের বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের তুলনায় চিকন চালের দাম বেড়েছে বেশি। বর্তমানে বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৩০ থেকে ৩৫ টাকা। আর চিকন চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ছিলো ৪৫ থেকে ৫০ টাকা।
হঠাৎ চালের দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী জানান, ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে দেশের উত্তরাঞ্চল থেকে গত সপ্তাহে রাজধানীতে চালের সব ট্রাক আসতে পারেনি। এতে সরবরাহে বিঘ্ন ঘটেছে, তাই বেড়েছে চালের দাম। অপর একজন চাল ব্যবসায়ী জানান, এক সপ্তাহ আগে উত্তরাঞ্চল থেকে রাজধানীতে আসা ট্রাকের ভাড়া ছিলো ১৮ থেকে ২০ হাজার টাকা। যা বর্তমানে ২২ থেকে ২৬ হাজার টাকা। ঘন কুয়াশা ও শীতের কারণে ট্রাকচালকরা এখন বেশি ভাড়া চাইছেন। ব্যবসা চালিয়ে রাখতে বেশি ভাড়া দিয়েই চাল আনতে হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া