বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট ঘিরে গত দুই সপ্তাহ ধরেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনার প্রেক্ষিতে এই ম্যাচ ঘিরে আগেই হামলার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা নামের একটি সংগঠন। এবার তারা গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচের দিন বন্‌ধের ডাক দিয়েছে।

এমতাবস্থায় বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র। তিনি সাংবাদিকদের বলেন, ‘হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি–টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্য নিচ্ছি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আগামী শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। গত পরশু গ্রিন পার্কের রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে হিন্দু মহাসভা। এরপর টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে গোয়ালিয়রে। সেখানে ৬ অক্টোবর প্রথম টি–টোয়েন্টি ম্যাচের দিন বন্‌ধের ডাক আগেই দিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনটির সহসভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘আমরা এখানে (গোয়ালিয়র) ম্যাচটি হতে দেব না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দল গোয়ালিয়রে আসার পর আমরা প্রতিবাদ জানাব।’

এদিকে পিটিআইকে হরিশ চন্দ্র বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা ইন্টেলিজেন্ট ব্যুরো (আইবি) ও রাজ্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় চলছে। তার ভাষায়, ‘আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেখছি যাতে কোনো ফাঁক না থাকে। আশা করি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।’

টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তিটানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি
এর আগে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল না করলে কুপিয়ে পিচ নষ্ট করার হুমকি দিয়েছিলেন জয়বীর ভরদ্বাজ। পিটিআইকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে…মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

আইএনবি/বিভূঁইয়া