বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বে নারী নেতৃত্বের অনুপ্রেরণায়

আইএনবি ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মার্চ মাসকে কেন্দ্র করে নারীদের জন্য । পোস্টে বিশ্বের সাত প্রভাবশালী নারী নেতৃত্বের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় সাত নারী নেতৃত্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ মার্চ) দুপুরে এ তালিকা প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ভয়েস অব আমেরিকার জরিপে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

তালিকায় প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

ভয়েস অব আমেরিকার পোস্টে বিশ্বের সেরা ৭ নারী হলেন-

১. জেসিন্ডা আরডার্ন (নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী),
২. অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানির চ্যান্সেলর),
৩. শেখ হাসিনা (বাংলাদেশের প্রধানমন্ত্রী),
৪. সান্না মারিন (ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী),
৫. উরসুলা ভন ডের লিয়েন (ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট),
৬. ন্যান্সি পেলোসি (মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার) এবং
৭. রুথ বেডার গিন্সবার্গ (মার্কিন সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি)।

ভয়েস অব আমেরিকা এ পোস্টের শিরোনাম দিয়েছে ‘নারী ইতিহাসের মাস’। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, মার্চ মাস ইতিহাসে নারীদের অবদানকে তুলে ধরে। এটি একটি বার্ষিক উদযাপন যেখানে অতীত ও বর্তমানে সমাজে নারীদের অবদানকে সম্মান স্বরূপ তুলে ধরা হয়।

আইএনবি/বিভূঁইয়া