আইএনবি নিউজ: জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়া আসনের এমপি শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন যুবলীগ নেতা জমির উদ্দিন। তিনি পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তি মামলায় জমিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় আরো চারটি মামলা রয়েছে।
পটিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার জমির ফেসবুকে শামসুল হক চৌধুরী এবং তার ছেলে শারুনের বিরুদ্ধে স্ট্যাটাস দেন। এর জের ধরে পটিয়া পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েদ তানভীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সূত্র: চট্টগ্রাম প্রতিদিন
আইএনবি/বিভূঁইয়া