নিজস্ব প্রতিবেদক:
প্রাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস পোস্ট করে রোগী বা অভিভাবকগণকে আকর্ষণ করা থেকে বিরত থাকতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১৮ জুন) হাসপাতালটির পরিচালক ডা. এম. এ. বি. সিদ্দিক সাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, হসপিটালের সকল বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্রাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস পোস্ট করে রোগী বা অভিভাবকগণকে আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । ইহা সম্পূর্ন অনৈতিক ও মেডিকেল ইথিক্স পরিপন্থী।
আরও বলা হয়েছে, এই ধরনের কোন কার্যকলাপ নিজে বা তাঁর নিয়োজিত কোন ব্যক্তি দ্বারা সম্পাদন করিলে, ঐ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হসপিটাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সদয় অবগতির জন্য নোটিশের অনুলিপিটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান ডা এম. এ. কাশেমসহ উপ-পরিচালক, সকল সহকারী পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।
এনএম/এজেডএস