ফিলিস্তিন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলি বর্বরতায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিন-লেবানন-সিরিয়ায় থামার কোনও লক্ষণ নেই। এই তিন দেশে হামলা চালিয়ে গতকালও ১৩৩ জনকে হত্যা করেছে জায়নিস্ট বাহিনী।

গতকাল (১১ নভেম্বর) ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া এবং গাজা সিটির শেখ রদওয়ান এলাকায় হামলা চালিয়ে ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। লেবাননের টায়ারে ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহত হয়েছে ৯ জন আর সিরিয়ার পালমিরায় নিহত হয়েছে আরও ৩৬ জন।

গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়া সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ করে অনেক বেশি হতাহত লোক হাসপাতালে এসে পড়ে, বেশিরভাগই শিশু ও নারী। এখনও অনেক মরদেহ দেয়াল ও ছাদে ঝুলে রয়েছে। যাদের লাশ নিয়ে আসা হয়েছে, তাদের বেশিরভাগই ঘুমের মধ্যে নিহত হয়েছে। পরিস্থিতি সত্যিই খুব সঙ্গীন। আমরা কামাল আদওয়ান হাসপাতালে আসা এই বিশাল সংখ্যক আহত ও নিহতদের সামলাতে পারছি না।

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যায় গত বছরের ৭ অক্টোবর থেকে কমপক্ষে ৪৩ হাজার ৯৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২ জন। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি আক্রমণে কমপক্ষে ৩,৫৫৮ জন নিহত এবং ১৫,১২৩ জন আহত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেট ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর বিরোধিতা করা একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে, এর পরপরই ওয়াশিংটন গাজার জন্য তাত্ক্ষণিক যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া