প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা বার্তায় মমতা

আইএনবি নিউজঃভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মমতা আজ শনিবার বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই  শুভেচ্ছা বার্তা জানান ট্যুইট করে। বাংলায় তিনি লেখেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এই কামনা করি।”

উল্লেখ্য, ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান ।

আইএনবি/বিভূঁইয়া