প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাননি: ওবায়দুল কাদের

আইএনবি নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। তবে খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাননি প্রধানমন্ত্রী।

বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন দলের তিন এমপি। তারা হাসপাতাল ফটকে সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারিরীক অবস্থা তুলে ধরেন।

আইএনবি/বিভূঁইয়া