আইএনবি নিউজ: পেঁয়াজের দাম কয়েকদিন কম থাকলেও আবার পূণরায় বাড়তে শুরু করেছে ।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৮০ টাকা কেজি ছিল সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকা কেজি। তবে বিক্রেতারা আশঙ্কা করছেন আরও দাম বাড়তে পারে ।
আড়তদাররা জানান, রাজধানীর পেঁয়াজের বড় চালান আসে শ্যামবাজার, বাবুবাজার এলাকা থেকে। আর কিছু আসে কাওরান বাজার এলাকা থেকে। সেখান থেকে রাজধানীর বিভিন্ন এলাকার বড় বড় পাইকারি বাজারে যায় পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজের দাম গত দেড় সপ্তাহে যা ছিল তার থেকে কিছুটা বেড়েছে। আগামী সপ্তাহে আরও বাড়তে পারে বলে তাদের ধারণা। হঠাৎ আবার বৃদ্ধির কারণ কী জানতে চাইলে শ্যামবাজারের বড় আড়তদারদেরকে দোষারোপ করেন অনেকে।
তবে পাড়া মহল্লায় সহ খুচরা দোকান গুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে।
আইএনবি/বিভূঁইয়া