পাকিস্তানের ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিটিআই’র আসন্ন বিক্ষোভ মোকাবিলায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। আগামী ২৪ নভেম্বরের এই বিক্ষোভ সামনে রেখে শহরটিতে ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই মাস।

কারাবন্দি অবস্থাতেই রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের বড় শহরগুলোজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। তার অভিযোগ, পিটিআই’র নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। এমনকি নির্বাচনের ফল ‘গায়ের জোরে’ বদলানো হয়েছে। একইসঙ্গে সংবিধানের ২৬তম সংশোধনী পাশের ফলে পাকিস্তানে নৈরাজ্য দেখা দেবে।

এসব বিষয়কে একসূত্রে বেধেই ২৪ নভেম্বর দেশজুড়ে নিজের দল এবং সাধারণ মানুষের উদ্দেশে ‘চূড়ান্ত ডাক’ দিয়েছেন ইমরান। তার এই কর্মসূচি ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তানের শাসক জোট। রাজধানী ইসলামাবাদে আগামী দু’মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। এর ফলে আগামী ২৪ নভেম্বর ইমরান খানের কর্মসূচির সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, কারাবন্দি ইমরান তার আইনজীবীদের মাধ্যমে ২৪ নভেম্বরের কর্মসূচির ডাক দিয়েছেন। পিটিআই নেতৃত্বের অভিযোগ, শাহবাজ শরিফের পিএমএল (এন) ও পিপিপি-র জোট সরকার ‘গায়ের জোরে’ মানুষের রায় অমান্য করে সরকার গঠন করেছে। তার পর থেকেই নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেফতার এবং সংবিধানের ২৬তম সংশোধনী পাশ করিয়ে দেশকে স্বৈরাচারের দিকে ঠেলে দিচ্ছে।

ইমরানের আইনজীবীর তরফে জানানো হয়েছে, এসব বিষয়কে কেন্দ্র করেই আন্দোলনের ডাক দেয়া হয়েছে। দলের এই কর্মসূচি নিয়ে ইমরানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এর আগে গত সপ্তাহে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে থেকে পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেয়া হয়েছিল। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।

ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘সমাজের এক শ্রেণির লোক বেআইনি সমাবেশ করতে চলেছে। যার ফলে সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা ব্যাহত হতে পারে। এই আশঙ্কা থেকেই রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

আইএনবি/বিভূঁইয়া