নেপালের সাবেক রাজা-রানী করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ ও রানী কমল শাহ ভারতে কুম্ভমেলায় যোগ দিয়েছিলেন । সেখান থেকে ফিরে তাদের করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ হয়। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭৩ বছর বয়সী সাবেক রাজা ও ৭০ বছরের রানী সম্প্রতি ভারতের হরিদ্বার থেকে ফিরেছেন। সেখানে তারা কুম্ভমেলায় অংশ নিয়েছিলেন।

পরে পিসিআর টেস্টে তাদের করোনাভাইরাস পজিটিভ আসে। ভারত থেকে ফেরার পর কয়েকশ মানুষ তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে যায়। সেখানে রাজকীয় অথিদের যারা স্বাগত জানাতে গিয়েছিলেন তাদের শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ।

২০০১ সালে নেপালের রাজপ্রাসাদে হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ ও তার পরিবারের সদস্যরা। ওই সময়ে রাজা হন ছোট ভাই জ্ঞানেন্দ্র শাহ। ২০০৮ সালে বিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়েন। পতন হয় কয়েক শতাব্দি ধরে চলতে থাকা রাজতন্ত্র শাসনের। পরবর্তীতে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়।
সূত্র: এনডিটিভি।

আইএনবি/বিভূঁইয়া