বিনোদন ডেস্ক: রণবীর কাপূর এবং আলিয়া ভট্টের ‘বিয়ের কার্ড’ সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে। আসমানি নীল আর ঘিয়ে রঙের সেই কার্ডে বড় বড় করে লেখা, ‘মিসেস নিতু এবং মিস্টার ঋষি কাপূর রণবীর এবং আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে।’ বিয়ের তারিখ পরের বছর ২২ জানুয়ারি, উমেদ ভবন প্যালেস, রাজস্থান।
সেই কার্ড সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল। চারিদিকে ফ্যানেদের শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি। তাঁদের বিয়ের খবর কোনও কোনও সংবাদমাধ্যমেও ঘটা করে প্রকাশিত হয়েছে ।
আলিয়ার নামে নীচে লেখা ‘ডটার অব মিসেস সোনি রাজদান এবং মুকেশ ভট্ট’। আলিয়ার বাবা তো মহেশ ভট্ট! মুকেশ ভট্ট তো নন!
তবে গোটা বিষয়টাই একেবারে ভুয়ো। হ্যাঁ, বিয়ে ওরা খুব শীঘ্রই করবেন, তবে এখনও দিনক্ষণ স্থির করেননি বা করে থাকলেও জনসমক্ষে সে নিয়ে কিছু জানাননি।আনন্দবাজার
আইএনবি/বিভূঁইয়া