নারী বিশ্বকাপের প্রথম আয়োজক বাংলাদেশ

ক্রিড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বোর্ড সভা গতকাল দুবাইয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিলো। যার মধ্যে একটি ছিলো জিম্বাবুয়ে ও নেপালকে আইসিসির সদস্য ফিরিয়ে দেয়া।

অন্যতম সিদ্ধান্ত ছিলো প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ২০২১ সালে আবারো আইসিসির কোন বৈশ্বিক আসর এককভাবে আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

পুরুষদের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থাকলেও এতোদিন নারীদের জন্য তা ছিলো না। ২০২১ সালেই নারীদের জন্য প্রথম বয়সভিত্তিক বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আসরটি প্রথমবারের মতো আয়োজনের সৌভাগ্য হবে বাংলাদেশের। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে আসন্ন নারীদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

প্রসঙ্গত, বাংলাদেশ সর্বশেষ আইসিসির বৈশ্বিক আসর আয়োজন করে ২০১৬ সালে। সেটি ছিলো পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে পুরুষ ও নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ সালে ও ২০১১ সালে আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপেরও সহ আয়োজক ছিলো বাংলাদেশ। এখনো বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে বা কি ফরম্যাটে হবে তা নিশ্চিত করে জানানো হয়নি আইসিসির পক্ষ থেকে।

আইএনবি/বিভূঁইয়া