দেশে মুখে খাওয়া করোনার ওষুধের অনুমোদন

স্বাস্থ্য ডেস্ক: সরকার দেশে করোনা প্রতিরোধে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আলতাফ হোসেন ।

তিনি জানান, এখন থেকে দেশেও ওষুধটির ব্যবহার এবং উৎপাদন করা যাবে। কয়েকটি প্রতিষ্ঠান মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। অধিদপ্তর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওষুধটি উৎপাদনের অনুমতি পেয়েছে। এছাড়া স্কয়ার, রেনেটা, এসকেএফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, এ পর্যন্ত তিনটি মেডিক্যাল ট্রায়াল পার করেছে মলনুপিরাভির। প্রতিটি ট্রায়ালেই রোগীদের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি দেখা গেছে।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দেয়। যুক্তরাজ্যে অনুমোদনের ৪ দিন পর দেশেও ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেয়া হলো।

আইএনবি/বিভূঁইয়া