ক্রিড়া ডেস্ক: মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ৫-১ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। মেসি জাদুতে রিয়াল ভায়াদোলিদকে উড়িয়ে দিলো বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পাশাপাশি নিজেও প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়েছেন।
ম্যাচের দুই মিনিটে মেসির বাম দিক থেকে করা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন ভায়াদোলিদ ডিফেন্ডাররা। সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত এক ভলি করেন ক্লেমেন্ত লেংলেট। তার ভলি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ঢুকে যায় ভায়দোলিদের জালে।
এই গোলটা অবশ্য শোধ করেছিলো ভায়াদোলিদ। ম্যাচের ১৫ মিনিটের মাথায় টের স্টেগানের ভুলে গোলবারের সামনে বল পেয়ে জালে জড়ান কিকো অলিভাস। এরপর খেলা হয়েছে এক তরফা। মেসি ম্যাচটাকে বানিয়ে নিয়েছেন নিজের। মেসির উড়িয়ে মারা মাপা বল বক্সের ভেতর ঢুকে এক পা ছুঁয়ে দিয়ে গোল পেয়ে যান ভিদাল।
আইএনবি/বিভূঁইয়া