আন্তর্জাতিক ডেস্ক: ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি ব্যাগ পাওয়ার পরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দর।
সকালেই দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়াল।
দিল্লি পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের কাছে একটি বেঞ্চের নীচে সন্দেহজনক কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা বিমানবন্দর। আশপাশ খালি করেও দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, বম্ব স্কোয়াড ব্যাগটির পরীক্ষা করে দেখছে। আনন্দবাজার
আইএনবি/বিভূঁইয়া