ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেখা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনার আরও চারজন আহত হয়েছেন।

তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের কলকলিয়া ইউনিয়নের খালিশ নগর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেখা বেগম জেলার ছাতক উপজোলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী (সুলেমানপুর) গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

গুরুতর আহতরা হলেন – অটোরিকশাচালক শফিক মিয়া (৩১),যাত্রী জাকির মিয়া(২৩), নিহত রেখা বেগমের শাশুড়ি আয়জান বিবি (৬৫) ও ননদ রেনু বেগম (৩৩)।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলা থেকে চিকিৎসার কাজ শেষে শাশুড়ি ও ননদকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন রেখা বেগম। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রেখা বেগম মারা যান এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সঙ্গে ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া