কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকা থেকে চারটি ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র্যাব-১৫।
শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ট্যাংক বিধ্বংসী ৪০ মিমি রকেট হিট এবং ফিন অ্যাসেম্বলি উদ্ধার করে।
তিনি আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসী এবং স্থানীয় কিছু অস্ত্র ব্যবসায়ী সীমান্ত এলাকা ব্যবহার করে এসব আধুনিক অস্ত্র সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
উদ্ধার হওয়া রকেট ও ফিন অ্যাসেম্বলি পরবর্তীতে সেনাবাহিনীর রামু সেনানিবাসে বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া