জলহস্তীকে তরমুজ খাইয়ে এক দম্পত্তি জানলেন ছেলে হবে না মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি টেক্সাসের এক দম্পতি হিপোকে জেলি ভর্তি তরমুজ খাইয়েছেন।
জন্মের আগে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ বিভিন্ন দেশেই আইনত নিষিদ্ধ। কিন্তু জন্মের আগে ভ্রুণের লিঙ্গ কী, তা জানার উৎসাহ কম নেই কোনও দেশেই। এ জন্য বিভিন্ন কুসংস্কারেরও শরণাপন্ন হন অনেকে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের সমালোচনার মুখে তাঁরা।

আমেরিকার টেক্সাসে থাকেন জোনাথন জোসেফ ও ব্রিজেট জোসেফ। ব্রিজেট সন্তানসম্ভবা। ব্রিজেট পুত্র বা কন্যা সন্তানের জন্ম দেবেন, তা ‘জানতে’ চিড়িয়াখানার একটি জলহস্তীর শরণাপন্ন হয়েছিলেন তাঁরা। সন্তানের লিঙ্গ জানার জন্য তাঁরা জলহস্তীকে খাওয়ালেন জেলি ভর্তি তরমুজ। কিন্তু তরমুজ খাইয়ে কী করে বুঝলেন তাঁরা ছেলে হবে না মেয়ে?

তাঁদের বিশ্বাস, জেলি ভরা তরমুজ খেতে দিয়ে যদি জলহস্তীর মুখ দিয়ে নীল রঙের জেলি বেরিয়ে আসে, তা হলে পুত্র হবে। জোনাথন ও ব্রিজেট জলহস্তীকে তরমুজ ছোড়ার পর তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল নীল জেলি। আর তা দেখেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন ওই দম্পতি।
ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আইএনবি/বিভূঁইয়া