আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লীতে যেকোনো সময় পূজার উৎসবকে কেন্দ্র করে পাকিস্তানের জঈশ-ই-মুহাম্মদ গ্রুপের ৪ জন জঙ্গি হামলা চালাতে পারে বলে দেশটির গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে।
বুধবার সন্ধ্যায় দেশটির গোয়েন্দারা জঙ্গিদের অবস্থান নিশ্চিত করেছে। দিল্লীর রেল স্টেশন, শপিং মল, এবং বাজারের মতো জনবহুল স্থানে জঙ্গিরা হামলা চালাতে পারে। ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই এই জঙ্গি গোষ্ঠী প্রতিশোধ নেয়ার জন্য একের পর এক হামলার হুমকি দিয়ে যাচ্ছে।
এনডিটিভি, দ্য হিন্দুস্থান টাইমস।
আইএনবি/সম্পাদনায়-বিভূঁইয়া