চট্টগ্রামে ৬ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শুরু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিভাগের ৬ জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিধি সভা শুরু হয়েছে।

রোববার সকালে নগরের দি কিং অব চিটাগাং-এ জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিনিধি সভার কার্যক্রম।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার নেতাকর্মী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, পৌর মেয়র, দলীয় ইউপি মেম্বারসহ প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে সভায় যোগ দিয়েছেন। ​মহানগর আওয়ামী লীগ সবার জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে।

আইএনবি/বিভূঁইয়া