গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান কমটেক্স লিমিটেডের এক নারী শ্রমিক কাজে যোগদান করতে আসছিলেন। রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি দূরপাল্লার বাস তাকে ধাক্কা দেয়। এরপর বাসটি দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই ওই কারখানার শ্রকিকরা নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেন। তারা বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
তবে সকাল থেকেই যৌথবাহিনীর সদস্যরা নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায় যৌথবাহিনীর সদস্যদের।
এদিকে, গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরেই বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ করে রাখছেন। বেতন পরিশোধ না করায় আজ বৃহস্পতিবারও রাস্তা অবরোধ করেছেন তারা।
আইএনবি/বিভূঁইয়া