কারাগারে ১৪১ পদের বিপরীতে চিকিৎসক ১০ জন

তারিক মাহমুদ: কারা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সারা দেশে ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র ১০ জন চিকিৎসক রয়েছেন। অপরদিকে বন্দিদের মোট ৪০ হাজার ৬৬৪ জন ধারণ সংখ্যার বিপরীতে বন্দী রয়েছে ৮৬ হাজার ৯৯৮ জন গত ২৭ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১১ নভেম্বর দিন ঠিক করেছেন।

এছাড়া ২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়। এর মধ্যে মাত্র ৪ জন যোগদান করে। বাকী ১৬ জন এখনো যোগদান করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে কেন ওই ১৬ জন যোগদান করেননি তা ১১ নভেম্বরের মধ্যে জানাতে আদালত রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান রিটকারী আইনজীবী মো.জে আর খাঁন রবিন।

আইএনবি/বিভূঁইয়া