দিনাজপুর প্রতিনিধি: ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে কাঁচা মরিচের দাম। অন্যদিকে স্থানীয় বাজারে সংকট দেখা দিয়েছে কাঁচা মরিচের।
একদিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। ১১০ টাকার কাঁচামরিচ খুচরা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, গত বৃহস্পতিবার বাজারে প্রতিকেজি কাঁচামরিচের পাইকারি দাম ছিলো ১০৪ টাকা আর খুচরা ছিলো থেকে ১১০ টাকা। শুক্রবার সেই কাঁচা মরিচ পাইকারি ১২৪ টাকা দরে বিক্রয় হচ্ছে। আর খুচরা বাজারে বিক্রয় হচ্ছে ১৪০ টাকা। পাইকারি বাজারে একদিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ টাকা আর খুচরা বাজারে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা।
বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী বলেন, বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। এখন দেশি কাঁচা মরিচের উপর নির্ভর করতে হচ্ছে। দেশি মরিচ চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
আইডএনবি/বিভূঁইয়া