ইমরানের মুখে পরমাণু যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপুঞ্জের দিকে বল ঠেলে দিয়ে সেই মঞ্চে দাঁড়িয়েই কার্যত পরমাণু যুদ্ধের হুমকি দিলেন। যদিও তিনি  বললেন, ‘‘আমি কোনও হুমকি দিচ্ছি না,  আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, না নিরপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে? তা না-হলে ভাল আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।’’

সরাসরি গুজরাত দাঙ্গার কথা তুলে আক্রমণ করেছেন ইমরান । প্রায় আগাগোড়া ভারত-বিদ্বেষে ঠাসা বক্তৃতায় নরেন্দ্র মোদীকে দায়ি করেছেন ।

আইএনবি/বিভূঁইয়া