ইইউ সংসদে মিয়ানমার সেনাবাহিনীর উপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদে মিয়ানমার সেনাবাহিনীর উপর অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হয়েছে।

রোহিঙ্গা গণহত্যার বিচার নিশ্চিত করতে মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদ।

সেপ্টেম্বরের শেষে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে অস্ত্র, যুদ্ধ-উপকরণ এবং অন্যান্য সামরিক ও নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ বন্ধ, বিক্রি কিংবা স্থানান্তর স্থগিতের আহবান জানানো হয়। এনিয়ে ভোটাভুটিতে পক্ষে ভোট দেন ৫৪৬ জন সংসদ সদস্য।

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত রেনছে টিয়ারিং জানান, গত সপ্তাহে প্রস্তাব পাস হয়েছে একটি। যার প্রধান আলোচ্য বিষয় ছিলো অস্ত্র। বাকিগুলো আলোচনার স্থান পেতে পারে।

আইএনবি/বিভূঁইয়া