বিনোদন ডেস্ক: আদালত সংগীতশিল্পী আসিফ আকবরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন । বুধবার (২০ নভেম্বর) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তার জামিন মঞ্জুর করেন।
গত ২৩ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঢাকার সিএমএম আদালতে আসিফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাকে পলাতক দেখিয়ে এ চার্জশিট দেওয়া হয়।
তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফের বিরুদ্ধে একটি মামলা হলে ২০১৮ সালের ৬ জুন রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা (বিদেশি মদ) পাওয়া যায়। পুলিশ দাবি করে আসিফ মদ রাখার কোন লাইসেন্স দেখাতে পারেনি।
আদালতে আসিফ বলেন, ১০ বছর ধরে আমার মদের লাইসেন্স আছে। আমাকে সোয়া ৫ লিটার পর্যন্ত মদ রাখার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ আমার কাছে চার বোতলে মদ পেয়েছে ৪ চার লিটার।
আইএনবি/বিভূঁইয়া