‘আমার অসমাপ্ত ভয়’: এমডি বাবুল ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি: সরকারি অনুমোদিত দেশের বৃহত্তম সংবাদ সংস্থা ও দৈনিক অনলাইন পত্রিকার চিফ রিপোর্টার এমডি বাবুল ভূঁইয়ার লেখা একটি কবিতা ’আমার যতো ভয়” নামে শিরোনামে তার ফেইসবুক আইডিতে পোস্ট করেছেন গত ৩০ জুলাই।

কবিতাটি হুবুহু তোলে ধরা হলো-

আমার অসমাপ্ত ভয়
——————————
বাসায় ভয় খাইতে ভয়,
পড়তে ভয় লিখতে ভয়
বসতে ভয় ঘুমাতে ভয়,
শুধুই ভয় আর ভয়।

আমারই যতো ভয়।।

কান্না করতে ভয় হাসতে ভয়,
মাঠে ভয় ঘাটে ভয়,
হাটে ভয় বাজারে ভয়
গান করতে ভয়।

টিয়রস্যালের ভয়, গুলির ভয়
মুত্যুর ভয়, বেঁচে থাকার ভয়।

আমারই যতো ভয়।।

শোক দিবসে ভয়, বিজয়েও ভয়
মসজিদে ভয়, মন্দিরে ভয় গীর্জায় ভয়,
প্রতিবাদে ভয়, মেনে নিলে ভয়,
স্ত্রীর জন্য ভয়, সন্তানের জন্য ভয়
মায়ের জন্য ভয়, বাবার জন্য ভয়।

আমারই যতো ভয়।।

উন্নয়নে ভয়, হিংসায় ভয়
রাগ দেখালে ভয় ভালোবাসলে ভয়,
না বাসলেও ভয়।

স্বাধীনতায় ভয় পরাধীনতায় ভয়,
পাখির গানে ভয়
ফুলের গন্ধে ভয়।

তেলবাজিতে ভয়, চাটুকারিতায় ভয়
পক্ষে গেল ভয়, বিপক্ষেও ভয়।
নিরবতায় ভয়, গর্জে উঠলেও ভয়।

দমন-নিপীড়নে ভয়,
একপাক্ষিক ভয়, দ্বিপাক্ষিক ভয়।

বাবা হারানোর ভয়, সন্তান হারানোর ভয়,
কারবালার ভয়, মদিনা ওয়ালার ভয়,
অন্ধকারে ভয়, আলোতেও ভয়।

আমারই যতো ভয়।।
শুধু ভয় আর ভয়………….!!

লেখক
সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া
৩০ জুলাই ২০২৪

 

আইএনবি