আবারও বাড়লো পেঁয়াজের দাম হিলি বন্দরে

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ৮ টাকা।

২২ টাকা পাইকারি পেঁয়াজের এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। চাহিদা তুলনায় আমদানি কম হওয়াতে দাম বেড়েছে পেঁয়াজের, এমনটিই বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ২২ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা পাইকারি দরে। আবার খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে।

হিলি পেঁয়াজ বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘৫/৭ দিন থেকে পেঁয়াজের দাম বেড়েছে। ভারত থেকে আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা আমদানিকারকদের নিকট থেকে ২৯ টাকা কেজি ক্রয় করে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

 

আইএনবি/বিভূঁইয়া