বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ২৪৮ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৪৯ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের আওতায় এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু করে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ১০৫ শিশুকে নীল রঙের একটি করে (১ লাখ ক্ষমতা সম্পন্ন) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৭ হাজার ৫৩৩ জন শিশুকে লাল রঙের একটি করে (২ লাখ ক্ষমতা সম্পন্ন) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আইএনবি/বিভূঁইয়া