করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের হাতে চেক তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
২ কোটি টাকার মধ্যে ৬৫ লাখ টাকা কোম্পানির কর্মীদের বেতন থেকে এবং বাকি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে দেয়া হয়েছে।
তরফদার মো. রুহুল আমিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমাদের শ্রমিকদের খাদ্য, পরিবহন সুবিধাসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নানা উদ্যোগ নিয়েছি।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ দিচ্ছি। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ ও খেলোয়াড়দের অনুদান দিচ্ছি।