দূর্নীতিমুক্ত দেশ গড়তে যুব সমাজকে কাজে লাগাতে হবে: ব্যারিস্টার সুমন এমপি

চুনারুঘাট প্রতিনিধি:দেশের আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মন্তব্য করে বলেন,দূর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশের যুব সমাজকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনও বিকল্প নাই ।

শুক্রবার (২৮ জুন) বিকাল ৪ টায় তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাটের ডিসিপি হাইস্কুল মাঠে আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম শাহ আলম খান ফুটবল একাদশ,কসবা-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে এসব কথা বলেন তিনি।

জাপান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহাম্মদ।

হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর ভূয়সী প্রশংসা করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ব্যারিস্টার সুমনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার জাকির আহাম্মদ।

খেলায় কসবা শাহ আলম খান ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে দুই দলের অধিনায়কের হাতে ট্রফি তোলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার জাকির আহাম্মদ।

 

আইএনবি/বিভূঁইয়া