তাঁরা নেতা হতে পারেন না,যাঁরা মারামারি রক্তের রাজনীতি করেন: মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ গাঁন্ধী মূর্তির পাদদেশে মোহনদাস কর্মচন্দ গাঁন্ধীর সার্ধশতবর্ষ পূর্তির সরকারি অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘যাঁরা মারামারি করেন, বিদ্বেষ ছড়ান, রক্তের রাজনীতি করেন, তাঁরা দেশের নেতা হতে পারেন না।’’ সরাসরি কারও নাম তিনি করেননি। বুধবার ময়দানে তিনি এই কথা বলেন। তবে পর্যবেক্ষকদের মতে, বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে মমতার এই বক্তব্যের মূল লক্ষ্য কেন্দ্রের শাসক দল বিজেপি।

মঙ্গলবার কলকাতায় অমিত শাহের এনআরসি-ভাষণের পরেও কারও নাম না বলে মমতা বলেছিলেন, ‘‘এখানে পুজো দেখতে, আনন্দ করতে এসো। কিন্তু বিদ্বেষ ছড়াতে বা ঐক্য ভাঙতে এসো না।’’ রাজনৈতিক মহল মনে করেছিল ঘটনা পরম্পরা শাহের প্রতিই এই বার্তা।

গাঁন্ধী জয়ন্তীর বক্তৃতায় মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন তোলেন দেশের নেতা কেমন হবেন? তার পর বলেন, ‘‘সবাই দেশনেতা হতে পারেন না। যিনি সমাজের সব জাত, ধর্ম, বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারেন। গাঁন্ধী, নেতাজিই আমাদের দেশনেতা হতে পারেন।’’ গাঁধীর জীবন-আদর্শের উল্লেখ করে তিনি বলেন, ‘‘তাঁর অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী নিয়ে আমরা পথ চলব। তাঁর উপদেশ মেনেই আমরা চলব। অন্য কারও উপদেশ প্রয়োজন নেই।’’

আইএনবি/বিভূঁইয়া