করোনায় ভয়াবহ সংকটে পোশাক খাত

আইএনিব নিউজ: দেশের পোশাক খাত করোনাভাইরাসের কারণে ভায়বহ বিপর্যয়ের মুখে পড়েছে । প্রায় ২ মাস ধরে চীন থেকে কাঁচামাল আমদানি রফতানি বন্ধ থাকায় একদিকে বায়ার হারাচ্ছে অন্যদিকে বিনা পরিশ্রমে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। তাতে এলসি খোলা কমেছে ৭০ শতাংশ। ফলে প্রতিদিনই হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে দেশের শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক খাত।

করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যের ভয়াবহ সংকটের কথা জানিয়েছে আমদানি-রফতানি সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাণিজ্যমন্ত্রণালকে এই তথ্য জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান দ্বিতীয়। তৈরি পোশাক খাতের ৭০-৮০ শতাংশ কাঁচামাল আমাদনি করা হয় চীন থেকে। প্রায় দুই মাস ধরে চীনের সঙ্গে আমদানি রফতানি বন্ধ থাকায় একদিকে মালিকেরা সেল-বাই অর্ডার হারাচ্ছেন। পাশাপাশি ক্রেতারাও পাশ্ববর্তী দেশে শ্রীলঙ্কা, ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছেন।

আইএনিব/বিভূঁইয়া