আইএনবি ডেস্ক:বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্তরা হলেন- শাহনাজ বেগম, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মো. মইনুল হক, মো. শাহজাহান হোসেন, তানভীর আহমেদ, এ এন এম মারূফ আব্দুল্লাহ, মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, সাদেক আহমেদ, মো. সাইফুল্লাহ, সাদিয়া আফরোজ, মল্লিক আহসান উদ্দিন সামী, মো. গোলাম রুহুল কুদ্দুস, মো. মনিরুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. মামুন অর রশিদ, আছাদুজ্জামান, মাহফুজা আক্তার শিমুল, রাজীব কুমার দেব ও বসু দত্ত চাকমা।
আইএনবি/বিভূঁইয়া