ইতালীর রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া প্রতিমন্ত্রীকে

ইতালী প্রতিনিধি : ঢাকা বিভাগ সমিতি ইতালীর আমন্ত্রণে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির ইতালী আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইতালী আওয়ামী লীগ ও ঢাকা বিভাগীয় সমিতির উদ্যোগে মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারায় অবস্থিত রসই রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইতালীর নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান, বাংলাদেশ এম্বেসী রোমের ফার্স্ট সেক্রেটারি সালেহ আহমেদ, ইতালী আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ঢাকা বিভাগ সমিতি ইতালীর সভাপতি মোহাম্মদ লিটন ও সাধারণ সম্পাদক ইমরুল প্রমুখ।

এসময় ইতালীস্থ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আইএনবি/জে.এম/ বিভূঁইয়া