চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১টি মিনি পিকআপসহ ১ জনকে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো. সালমান (৩০) পিতা-মৃত জয়নাল মাহব্বর। মাতা-জাহানারা বেগম, সাং-উকিলপাড়া মাতাব্বর বাড়ি, চর ভেয়ারা ১নং ওয়ার্ড, থানা-ডামুডা, জেলা-শরিয়তপুর।
সোমবার মহানগর গোয়েন্দা এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার ২৪ নভেম্বর চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে এসআই মো. ফরহাদ মহিম, এএসআই সন্তু শীল, এএসআই মো: মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মিনি পিকআপসহ মো. সালমান(৩০)কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া