যশোর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে অভিযান চালিয়ে ৩০ কোটি টাকা মূল্যের ১২ মেট্রিক টন ওষুধ তৈরির ভারতীয় কেমিক্যাল জব্দ করেছে । গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে যশোরের পুলেরহাট থেকে এসব পণ্য জব্দ করা হয়। শনিবার (১৬ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, বিজিবি দীর্ঘদিন ধরে হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের জন্য গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আগের তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় যশোর ব্যাটালিয়নের হাবিলদার মো. আব্দুল মতিনের নেতৃত্বে একটি তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট থেকে কেমিক্যাল বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
আটক কাভার্ড ভ্যান থেকে ১২ মেট্রিক টন ৫০ কেজি ভারতীয় ওষুধ তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। উদ্ধার পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। শনিবার জব্দ মালামাল যশোর বিভাগীয় শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।সূত্র: জাগো নিউজ
আইএনবি/বিভূঁইয়া